• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নগরীতে যুবলীগের দুই গ্রুপে সংঘর্ষে আহত ৫

admin
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৪
নগরীতে যুবলীগের দুই গ্রুপে সংঘর্ষে আহত ৫

 শ্যামল প্রান্ত ডেস্ক :: সিলেট নগরীর পাঠানটুলায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। এসময় ৭টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। বুধবার (২৪ জানুয়ারি) রাতে পাঠানটুলা এলাকার স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে। সংঘর্ষে আহতরা হলেন- সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার আব্বাসের ছেলে রশিদ(৩৫), জালালাবাদ থানার গোয়াবাড়ি এলাকার আলী(৩৩), একই থানার নতুন বাজার এলাবার বিরেন্দ্র দাসের ছেলে (৩৫) ও পল্লবী রোডের মৃত আলী আব্বাসের ছেলে শিপলু। বর্তমানে তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানায়, পাঠানটুলা এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগ নেতাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে বুধবার রাত সাড়ে আটটার দিকে দুই পক্ষের অনুসারীরা সংঘর্ষ জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এসময় উভয়পক্ষের ৭টি মোটরসাইকেল ভাংচুর করা হয়।  এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে। বিস্তারিত পরে জানানো হবে। তাদের এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।