• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিয়ানীবাজারে তিন প্রবাসী সাংবাদিককে প্রেসক্লাবের প্রীতি আলাপন

admin
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৪
বিয়ানীবাজারে তিন প্রবাসী সাংবাদিককে প্রেসক্লাবের প্রীতি আলাপন

শ্যামল প্রান্ত ডেস্ক :: বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে তিন প্রবাসী সাংবাদিকদের সম্মানে প্রীতি আলাপন ও নৈশভোজের আয়োজন করেছে।  রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বিয়ানীবাজার পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়াজ উদ্দীন, শিক্ষাবিদ মাস্টার মজির উদ্দিন আনসার, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহমদ হোসেন বাবুল ও হাজী আসাদ উদ্দিন। বিয়ানীবাজার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক কালবেলার সাংবাদিক শাহিন আলম হৃদয়ের সঞ্চালনায় প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্টাচার্যের সভাপতিত্বে ও সাংবাদিক হাফিজুর রহমান তামিমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় দৈনিক যুগান্তর পত্রিকার সাবেক বিয়ানীবাজার প্রতিনিধি যুক্তরাষ্ট্র প্রবাসী শরিফুল হক মঞ্জু, দৈনিক যুগভেরীর সাবেক বিয়ানীবাজার প্রতিনিধি যুক্তরাষ্ট্র প্রবাসী জাকির হোসেন ও রম্য লেখক, ক্রীড়া সাংবাদিক ও দিবালোক পত্রিকার কানাডা প্রবাসী ফুজেল আহমদকে। অনুষ্ঠানের আলাপনে অংশ নেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক মিলাদ মো. জয়নুল ইসলাম, সহ-সভাপতি হাসানুল হক উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক মাছুম আহমদ, সিনিয়র সদস্য প্রভাষক জহির উদ্দিন, সময়চিত্র পত্রিকার সম্পাদক ফয়জুল হক শিমুল, প্রভাষক বিজিত আচার্য্য, আবুল হাসান, লাউতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গৌছ উদ্দিন, স্পর্শ সোস্যাল মিডিয়ার সভাপতি এম.সাইফুর রহমান সাইফ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সিনিয়র সদস্য সিলেট কণ্ঠের সম্পাদক ইত্তেফাকের সাংবাদিক আব্দুল খালিক, কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ, ইকবাল হোসেন, ছামিয়ান হাছান, এম এ ওমর, আমিনুল হক দিলু, পৌর আওয়ামী লীগ নেতা আব্দুল হাসিব খোকন, শাহজাহান সিদ্দিকী প্রমুখ।