মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্টান জগদীশপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার ৩৮ তম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম অধিবেশনে মাদ্রসার প্রথম থেকে তৃতীয় স্থান অর্জনকারী ছাত্র ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয় এসময় উপস্থিত ছিলেন আজাদ মিয়া তালুকদারসহ অনেকেই ও বাদ ফজর আখেরী মোনাজাতের মাধ্যমে বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে এবং মাওঃ জিয়াউর রহমানের পরিচালনায় ওয়াজ মাহফিল গতকাল দুপুর ১২:৩০ মিনিটে শুরু হয়। মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্টিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি বয়ান রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা কামাল উদ্দিন আনসারী কিশোরগঞ্জ। বিশেষ অতিথির বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা ইমরুল হাসান জাফরী তাহির পুর। প্রধান বক্তা আলেমেদ্বীন কোকিলকণ্ঠের অধিকারী হযরত মাওলানা কবি তাজ উদ্দিন সুপার দৌলতপুর দাখিল মাদ্রাসা, বিশেষ বক্তা ইসলামী চিন্তাবিদ মিষ্ঠবাসী ও সুমধুর কন্ঠের অধিকারী হযরত মাওলানা পীরজাদা খন্দকার রুহুল আমীন সাহেব ফেঞ্চুগঞ্জ, বয়ান পেশ করছেন হযরত মাওলানা খায়রুল ইসলাম আলমগীর সুনামগঞ্জ, হযরত মাওলানা তোফায়েল আহমদ ছাতক কালারোকাসহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম। বাদ ফজর দুনিয়া ও আখেরাতের শান্তি কামনা করে আখেরী মোনাজাত করেন, মাওলানা খায়রুল ইসলাম আলমগীর। ওয়াজ মাহফিল সফল ভাবে সম্পন্ন হওয়ায় মাদ্রাসা মুহতামীম, সভাপতি—, দেশবাসী ও প্রবাসীদের আন্তরিক মোবারকবাদ জানান যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন। পাশাপাশি মহান আল্লাহর শোকরিয়া আদায় করেন।