শ্যামল প্রান্ত ডেস্ক :: হবিগঞ্জের মাধবপুরে পূর্ব শত্রুতার জেরে এক যুবকের উপর হামলা এবং মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কগ-৬ আদালতে ৫ জনের বিরোদ্ধে মামলা হয়েছে। মামলার এজহার সূত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি রাত সোয়া ৯ টার দিকে উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাহেব নগর গ্রামের মশিউর রহমান তার পিতার চিকিৎসার জন্য একটি এনজিও থেকে নেওয়া ঋণের ৭০ হাজার টাকা নিয়ে কমলপুর এর রাস্তা দিয়ে যাওয়ার সময় একই ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মো: মুতি মিয়া(৫৭) এবং তার পুত্র মো: মাসুক মিয়া(৩৫), মো: তারা মিয়া(৩২),মো:সুজন মিয়া(৩০) ও মো: শাকিল মিয়া (২৫) হামলা করে কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং নগদ টাকা,মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে আহত মশিউর রহমানকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে তার স্ত্রী মোছা: সাদিয়া বেগম বাদী হয়ে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কগ-৬ আদালত, হবিগঞ্জে মামলা দায়ের করেন।