শ্যামল প্রান্ত ডেস্ক :: জনপ্রিয় ও বহুল প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল শ্যামল প্রান্ত’র প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবী ও প্রবাসী কমিউনিটি নেতা মিজানুর রহমান বাবলু পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশে ও বিদেশে অবস্থানরত সবাইকে ঈদ মোবারক ও শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর উচ্ছ্বাস, উদ্ভাস, আনন্দ, খুশি আর ভালবাসার সমারোহ নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণী পেশার মানুষের মধ্যে গড়ে তুলে সম্প্রীতি ও সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন, পবিত্র ঈদুল ফিতরের শিক্ষাকে ধারণ করে সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ ছাড়া সর্বস্তরের নাগরিকবৃন্দসহ সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।