শ্যামল প্রান্ত ডেস্ক :: ::: এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চাবাগান সংলগ্ন এলাকা থেকে ৯ বোতল বিদেশি মদ সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।আটককৃত ব্যক্তির নাম ফয়েজ উদ্দিন (৩৫)।তিনি কোম্পানিগঞ্জ থানাধীন কালা বাড়ি গ্রামের মৃত আসকর আলীর পুত্র।গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার ৩১ মে এসআই সুজিত চক্রবর্তীর নেতৃত্বে এই অভিযান চালায় এয়ারপোর্ট থানা পুলিশ।ধৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রজুর পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।