আর মাত্র একদিন বাকি, অর্থাৎ আগামীকাল ১৭ জুন একযুগে সারাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। আর এই ঈদ কে কেন্দ্র করে সারাদেশের তুলনায় মৌলভীবাজারের নানান জায়গায়ও জমে উঠেছে গবাদিপশুর হাট। গবাদিপশুর সাস্থ্য পরিক্ষা, গবাদিপশুর ওজন মাপা সহ পশুর নানান পরিক্ষা নিরিক্ষার জন্য হাটে বসানো হয় ভেটেনারি টিম বা মেডিকেল টিম।
জেলার অন্যান হাট গুলো তে সঠিকভাবে গবাদিপশু কে সাস্থ্য পরিক্ষা নিরিক্ষা করালেও মৌলভীবাজার জেলা স্টেডিয়াম সংলগ্ন হাটে দেখা গেছে একেবারেই ভিন্ন। এখানে গবাদিপশু কে চিকিৎসা দেওয়ার পরিবর্তে পশু ডাক্তার নিজেই চিকিৎসাহীনতায় ভোগে টেবিলের উপর পা তুলে শুয়ে আছেন। তাকে কয়েকবার ধাক্কা দিলেও কোনো সারা মেলেনি।
গবাদিপশু ক্রয় করতে আসা আলতাফুর রহমান বলেন, জেলার সুনামধন্য একটি পশুর হাটে এরকম কর্মকাণ্ডে অনেকটা অসন্তুষ্ট তিনি, এছাড়া হাটে ইজারাদার কমিটির যিনি মাইকিং করেন তার ব্যবহার ও একেবারে বাঝে এবং উগ্রপন্থী।তিনি আরো বলেন এরকম লোকজন দ্বারা জেলার সবচেয়ে সুনামধন্য বাজার পরিচালনা করলে বাজারের সুনাম একেবারে ক্ষুন্ন হবে।
এ বিষয় বাজার কমিটির কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে ক্রেতা না থাকায় এবং সারারাত জেগে থাকার কারণে অনেকটা অসুস্থতা অনুভব করছেন পশু চিকিৎসকরা, যার ফলে ঘুমানোর পর্যাপ্ত জায়গা না থাকায় টেবিলের উপর পা তুলে তিনি শুয়ে আছেন।