মৌলভীবাজার জেলার বড়লেখা দক্ষিণ ভাগ ইউনিয়ন পেনাগুল গ্রামের মৃত আব্দুলহক, ছেলে হারুন আহমদ এর বাড়ি থেকে, বুধবার ১২ জুন, ০৩টি গরু এবং তাহার প্রতিবেশী মুসলিম উদ্দিন ০২টি গরু গোয়াল ঘর থেকে চুরি করে নিয়ে যায় চুর চক্র।
উক্ত ঘটনায় বাদী হয়ে হারুন আহমদ বড়লেখা থানায় অভিযোগ দায়ের করিলে, অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্ত্তী,দিকনির্দেশনায়, এসআই স্বপন কান্তি দাসের নেতৃত্বে, এসআই আতাউর রহমান ও সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করিয়া,
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন কুন্ডা ইউনিয়নের কুন্ডা টু গোকর্ণ বেরীবাধের সংযোগস্থলের পাকা রাস্তার উপর থেকে চুরি যাওয়া ৫টি গরু ও চুরির কাজে ব্যবহৃত পিকআপ গাড়ী এবং ঘটনায় জড়িত আন্তঃজেলা চোর দলের সক্রিয় সদস্য আসামী ১। মোঃ দুলাল চৌধুরী (২৫) ২। হাবিবুর রহমান ওরফে আবুলদ্বয়কে গ্রেফতার করাহয়।
আসামী হাবিবুর রহমান ওরফে আবুল এর বিরুদ্ধে একাধিক চুরি, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি ও খুনের মামলা রয়েছে। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।