• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বড়লেখা মৌলভীবাজারে ঈদের দিনেই বৃষ্টির পানিয়ে ডুবে গেলো রাস্তাঘাট অসহায় মানুষের কষ্ট

admin
প্রকাশিত জুন ১৭, ২০২৪
বড়লেখা মৌলভীবাজারে ঈদের দিনেই বৃষ্টির পানিয়ে ডুবে গেলো রাস্তাঘাট অসহায় মানুষের কষ্ট

বড়লেখা প্রতিনিধি:: বড়লেখা মৌলভীবাজার আজ ১৭ জুন সকাল থেকে প্রায় দুপুর ২ঘটিকার সময় বৃষ্টি বন্ধ হয় এদিকে ঈদে মানুষ গুলো ঘর থেকে বের হত পারছে না অল্প বৃষ্টি দেওয়ার কারনে বড়লেখা ২নং ওয়ার্ড হাটবন্দ ও উত্তর চৌমনী পানি বাড়তে আছে পানি গুলো জাওয়ার কোন রাস্তা নেই ষাটমার খাল চড়া অভিযোগ করছেন বড়লেখা ব্যবসায়ী দোকানদার মানুষ, এদিকে অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হচ্ছে

অনেক অসহায় গরিব মানুষ গুলো হিমসিম খাচ্ছেন, এদিকে কাতার প্রবাসি (আব্দুল জব্বার) বলেন আমার বাড়ি জফরপুর আমি এই উত্তর চৌমহী বাজারে ঈদের দিন বাজারে যেতে পারছি না আটু উনা পানি, বড়লেখা ও জুড়ী বর্তমান রানিং এম পি আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন এর কাছে এলাকাবাসী অনুরোধ করছেন যে পানি গুলোর ব্যবস্থা করার জন্য,