ভারী বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) উপকেন্দ্র প্লাবিত হয়েছে। এতে স্থাপনাটি ঝুঁকির মুখে পড়েছে। আজ বুধবার বিকেল চারটার দিকে উপকেন্দ্র প্লাবিত অবস্থায় দেখা যায়।
উপজেলার রানীমোড়া এলাকায় জুড়ী-বটুলি শুল্ক স্টেশন সড়কের এক পাশে উপকেন্দ্রটি অবস্থিত। সামনের সড়ক ও উপকেন্দ্রের ভেতরে পানি। বিদ্যুতের দুটি ট্রান্সফরমার ডুবুডুবু অবস্থা। আশপাশের বাড়িঘর প্লাবিত হয়ে লোকজন পানিবন্দী হয়ে পড়েছেন। কেউ কেউ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন।
উপকেন্দ্রের দায়িত্বে থাকা লোকজন জানান, গতকাল মঙ্গলবার সকাল থেকে উপকেন্দ্রে পানি ঢুকতে শুরু করে। ধীরে ধীরে পানি বাড়তে থাকে। এ উপকেন্দ্রের ৩৩/১১ কিলোভোল্টের দুটি ট্রান্সফরমারের মাধ্যমে জুড়ী উপজেলার ছয়টি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এ উপজেলায় বিউবোর গ্রাহকসংখ্যা প্রায় ১৬ হাজার।
বিউবোর মৌলভীবাজার জেলা কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম ইকবালের নেতৃত্বে একটি দল আজ দুপুর উপকেন্দ্রটি পরিদর্শন করে। এস এম ইকবাল প্রথম আলোকে বলেন, উপকেন্দ্রটি ঝুঁকির মুখে রয়েছে। তবে এখনো বিদ্যুৎ সরবরাহ চালু রয়েছে। পানি বাড়লে দুটি ট্রান্সফরমার ডুবে যেতে পারে। তখন বিদ্যুৎ সরবরাহ চালু রাখা যাবে না।
স্থানীয় লোকজন বলেন, ২০২২ সালে উপকেন্দ্রটি চালু হয়। স্থানটি পর্যাপ্ত উঁচু না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ২০২২ সালের বন্যায়ও একই অবস্থা হয়েছিল।