• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বড়লেখা ২নং ওয়ার্ড হাটবন্দ ফাঞ্চাইত কমিটি পক্ষথেকে ড্রেইনের কাজ হয়েছে,

admin
প্রকাশিত জুন ২১, ২০২৪
বড়লেখা ২নং ওয়ার্ড হাটবন্দ ফাঞ্চাইত কমিটি পক্ষথেকে ড্রেইনের কাজ হয়েছে,

বড়লেখা প্রতিনিধিঃঃ বড়লেখা ২নং ওয়ার্ড হাটবন্দ ফাঞ্চাইত কমিটি যুবক সমাজ থেকে উদ্ধুক নেওয়া হয়েছে ড্রেইনের কাজের জন্য আজ শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা সবাই মিলে এই কাজ করেছি এবং যুবক সমাজ কাজে ছিলেন, আখতার আহমেদ, মনি আহমেদ, আজিম আহমেদ, নাজমুল হোসেন, লিমন আহমেদ, মোঃ হিফজুর রহমান, রেজা, সাইফুর, শামিম, রুহেল, জুয়েল, ফাঞ্চাইত কমিটি থেকে কাজ করা হয় হেল্পার আরও ৬জন ছিলেন

বিগত দুই বছর থেকে আমরা এলাকার সবাই ভুক্তভোগী অল্প বৃষ্টি দেওয়ার পর ড্রেইনের উপর দিয়ে পানি চলাচল হয় অনেক নামাজি মানুষ নামাজে যেতে পারে না ময়লা পানির জন্য আমাদের খুব দুখ জনক তাই না পেরে যুবক সমাজ থেকে কাজ করা হয়,