জেলার শ্রীমঙ্গলে বজ্রপাতে রাসেল আহমদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার (২৪ জুন) বিকাল তিনটার দিকে শহরতলীর শাহজীবাজার রেল ক্রসিংয়ের পাশে ঘটনাটি ঘটে।
নিহত রাসেল উপজেলার খলাছড়া গ্রামের কবির আহমদের ছেলে। জানা গেছে, জকিগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মস্তাক আহমদ স্বপরিবারে বড় ছেলের শ্বশুর বাড়ি শ্রীমঙ্গলে ঈদের দাওয়াতে যাচ্ছিলেন। বিকাল তিনটায় শ্রীমঙ্গলে পার্কিং করে রাখা অবস্থায় তাদের মাইক্রোবাসে অকস্মাৎ বজ্রপাত ঘটে। এতে গাড়ির চালক রাসেল আহমদসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
আহতরা হলেন শাহজিবাজার এলাকার মৃত মোজাম্মেল আলীর ছেলে আব্দুস সালাম খাঁন (৫৪) ও জকিগঞ্জ পৌর এলাকার মোস্তাক আহমেদ এর নবম শ্রেণির পড়ুয়া শিক্ষার্থী সাজিদুর রহমান (১৫)। গাড়িতে থাকায় আহত হন মস্তাক কাউন্সিলরের ছোট ছেলে, পুত্রবধু ও নাতি।
কাউন্সিলর মোস্তাক আহমদ গাড়ি থেকে নেমে কেনাকাটার জন্য একটি দোকানে চলে যাওয়ায় রক্ষা পান।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে নিহত ব্যাক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে। ওপর দুইজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।