বড়লেখা প্রতিনিধি মোঃ হিফজুর রহমান:: জেলা মৌলভীবাজার থানা বড়লেখা পৌরসভা ২নং ওয়ার্ডে বিগত তারিখ ১৭/০৬/২০২৪ বন্যায় কবলিত এলাকা হাটবন্দ ছিল, ২০/০৬/২০২৪ তারিখে হাটবন্দ এলাকায় কোন জনপ্রতিনিধি ছাড়া (১) আজিম আহমেদ এর নেতৃত্বে হাটবন্দ এলাকায় ড্রেইনের কাজ করা হয়, (২)
আকতার হোসেন, (৩) মনি আহমেদ, (৪) পারভেস আহমদ, (৫) নজমুল হোসেন, (৬) লিমন আহমেদ,(৭) বিকাশ চন্দ, (৪) মাছুম (৯) সাইফুর, (১০) রেজা, (১১) শামীম, (১২) রুহেল, (১৩)জুয়েল, (১৪) রোমান, (১৫)শাহীন, (১৬)তায়েফ, (১৭) আরো শ্রমিক ৬জন কাজে ছিলেন
২৫/০৬/২০২৪ তারিখে আজিম আহমেদর নেতৃত্বে হাটবন্দ ২নং ওয়ার্ডের ড্রেইনের কাজের জন্য বৈঠক হয়েছে, আগামী দিনে আমরা সবাই মিলে কাজ সম্পুর্ণ করা হবে, আজিম আহমেদ কে আগামীতে ২নং ওয়ার্ডে কাউন্সিলর হিসাবে দেখতে চায় এলাকাবাসী