• ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই রজব, ১৪৪৬ হিজরি

সিলেট থেকে পায়ে হেঁটে সৌদি হজের উদ্দেশ্য রওনা হলেন সাংবাদিক সাগর

admin
প্রকাশিত জুন ২৮, ২০২৪
সিলেট থেকে পায়ে হেঁটে সৌদি হজের উদ্দেশ্য রওনা হলেন সাংবাদিক সাগর

নাসীর উদ্দিন : পবিত্র হজ পালন করতে পায়ে হেঁটে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সিলেট থেকে সাংবাদিক মোঃ ফয়ছল আহমদ সাগর (৫৫)। তিনি অনলাইন নিউজ পোর্টাল অনুসন্ধান নিউজ এর সম্পাদক ও প্রকাশক ও মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভার হাটবন্দ গ্রামের মৃত মনজ্জির আলীর ছেলে। বতর্মানে তিনি পরিবার নিয়ে সিলেট মহানগরীর খাসদবির বাদামবাগিছা এলাকায় বসবাস করেন।

আজ শুক্রবার (২৮ ই জুলাই) বাদ জুমআ হযরত শাহজালাল রহঃ মাজার থেকে পায়ে হেঁটে রওনা হন।

পায়ে হেঁটে হজে যাওয়া প্রসঙ্গে জানতে চাইলে সাগর বলেন, গত ৩ বছর আগে মোটরসাইকেলে বড়লেখা থেকে সিলেট আসার পথে বিয়ানিবাজারে সড়ক দুর্ঘটনায় আমি ও আমার এক ভাগিনা গুরুতর আহত হই। পরে আমাদেরকে হাসপাতালে নেওয়ার পরে আমার ভাগিনা এমাদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এবং অনেক চিকিৎসা করানোর ফলে আমি আল্লাহর রহমতে সুস্থ হই। সেই থেকেই আমার স্বপ্ন পায়ে হেঁটে সৌদি আরব যাব। আর তাই আজকে ২০২৫ সালের পবিত্র হজ করার উদ্দেশ্যে সিলেট থেকে সৌদি আরবের পথে রওনা।

কিভাবে সৌদি যাবেন- জানতে চাইলে সাগর বলেন, দিনে কমপক্ষে ৩০-৩৫ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার ইচ্ছা আছে। আমি পারব, এটুকু মনোবল রয়েছে। প্রথমে সিলেট থেকে বিয়ানিবাজার উপজেলার সুতারকান্দি স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারতে যাব। ভারত থেকে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত হয়ে সৌদি আরবে প্রবেশ করব ইনশাআল্লাহ। পুরো পথ পাড়ি দিতে আমাকে প্রায় আট হাজার কিলোমিটার পথ হাটতে হবে। আমি এটুকু পথ পাড়ি দিয়ে পবিত্র মক্কা নগরীতে প্রবেশ করব।
যাতায়াত খরছ সম্পর্কে জানতে চাইলে সাগর বলেন, আমি এক লাখ টাকা সাথে নিয়ে আল্লাহর উপর ভরসা করে রওনা হয়েছি। আমি এখন থেকে মুসাফির পথের মধ্যে যে যেভাবে সাহায্য সহযোগিতা করবে, আমি তাদের সহযোগিতা নেব। এবং আমি সবার সহযোগিতা ও দোয়া চাই। আমি যেনো ভালোভাবে সৌদি আরবে পৌঁছে হজ পালন করে আবার আমার জন্মভুমি বাংলাদেশ আসতে পারি।