• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মৌলভীবাজার কমলগঞ্জ এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করায় ২ যুবক আটক

admin
প্রকাশিত জুলাই ১, ২০২৪
মৌলভীবাজার কমলগঞ্জ এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করায় ২ যুবক আটক

মৌলভীবাজারের কমলগঞ্জে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।  রোববার রাতে কমলগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন ঐ ছাত্রীর মা। নির্যাতনের শিকার কিশোরীকে পুলিশ হেফাজতে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই তরুণ আটক করেছে পুলিশ।

গ্রেফতারকৃত দুইজন হলো- কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের ভূইগাও গ্রামের ছুরুক মিয়ার ছেলে সিদ্দিকুর রহমান সিয়াম (১৯) ও হাসন আলীর ছেলে মো. জালাল আহমদ (২০)। ধর্ষনের শিকার ওই কিশোরী কমলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর শিক্ষার্থী।

থানার মামলা সুত্রে জানা যায়, অভিযুক্ত সিদ্দিকুর রহমান আত্বীয় বাড়ী হওয়ার সুবাধে ঐ শিক্ষার্থীর বাড়ীতে আসা-যাওয়া করত। ঘটনার প্রায় তিন মাস পূর্ব থেকেই সিদ্দিকুর তাকে বিভিন্ন সময়ে বিবাহের প্রলোভন দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। কিন্তু তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় মোবাইল ফোনে হুমকি ও বিভিন্ন প্রলোভন দেখাতো । গত ২৬ জুন সকাল ১০ টার দিকে কোচিংয়ে যাওয়ার সময় স্থানীয় ভানুগাছ রেল স্টেশন এলাকা থেকে প্রাইভেটকারে তুলে অপহরন হন ঐ শিক্ষার্থী। পরে সিলেটের একটি নির্জন স্থানে এনে ধর্ষণ করে অভিযুক্তরা।

এ ব্যাপারে কমলগঞ্জ থানার পুলিশ পরির্দশক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামী দুজনকে আটক করা হয়েছে।