মোঃ হিফজুর রহমান বড়লেখা প্রতিনিধি ২৫ তারিখ এই দিনটা আমার জীবনের অন্যতম গৌরবময় মুহূর্ত। আমার রাজনৈতিক শিক্ষক, শ্রদ্ধেয় আব্দুল হাফিজ ভাইয়ের হাত ধরে বড়লেখার রাজপথে মিছিল করার সেই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। তিনি না থাকলে বড়লেখা বিএনপি আজকের এই শক্তিশালী অবস্থানে পৌঁছাতে পারতো না। আমার প্রতিটি রাজনৈতিক সফলতার পেছনে হাফিজ ভাইয়ের অসীম দিকনির্দেশনা ও ভালোবাসা রয়েছে। তিনি শুধু একজন নেতা নন, তিনি আমাদের সবার জন্য একজন অভিভাবক।
সমাবেশে অনেকে আমাকে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দিয়েছেন, আমি সত্যিই লজ্জিত ও অভিভূত হয়েছি। হাফিজ ভাইয়ের মতো একজন মহান সংগঠক ও নেতার আমি কর্মী হিসেবে নিজেকে সম্মানিত মনে করছি, এটা আমার জীবনের এক অসাধারণ মুহূর্ত। উনার মতো একজন নেতৃত্বের পাশে থাকার সুযোগ পেয়ে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। তিনি এমন একজন ব্যক্তি, যার তুলনা শুধুমাত্র তিনিই নিজেই হতে পারেন। হাফিজ ভাইয়ের সংগঠনিক দক্ষতা, নেতা-কর্মীদের প্রতি উনার নিঃস্বার্থ ভালোবাসা এবং ত্যাগ আমাদের সকলের জন্য একটি আদর্শ।
আমি প্রতিজ্ঞা করছি, আমার রাজনৈতিক শিক্ষাগুরুর নির্দেশনা ও পরামর্শ নিয়ে বড়লেখা এবং জুড়ী বিএনপিকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করে তুলবো। হাফিজ ভাইয়ের এই আশীর্বাদ আমার জন্য চিরকালীন প্রেরণা হিসেবে থাকবে। আমি যতদিন বেঁচে থাকবো, হাফিজ ভাইয়ের নেতৃত্বে আগামীর আন্দোলন সঠিক পথে এগিয়ে নিয়ে যাবো, ইনশাআল্লাহ।
**শরিফুল হক সাজু**
সাধারণ সম্পাদক, কাতার বিএনপি
উপদেষ্টা, মৌলভীবাজার জেলা বিএনপি