• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেট নগরীরতে মধ্য রাতে প্রতিবাদ মিছিল

admin
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৪
সিলেট নগরীরতে মধ্য রাতে প্রতিবাদ মিছিল

সিলেট মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক উমেদুর রহমান উমেদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সিলেট যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ একটি প্রতিবাদ মিছিল বের করে।  শনিবার রাত ১২টার দিকে এ মিছিল বের হয়।  জানা যায়,  ঢাকার একটি অনলাইন পত্রিকায় উমেদুর রহমান উমেদকে নিয়ে সংবাদ প্রকাশ হয়।  সংবাদে উমেদের বিরুদ্ধে নানা মিথ্যাচারের আশ্রয় নেয়া হয়েছে বলে জানিয়েছেন কয়েকজন নেতা।  এদিকে সংবাদের খবর জানাজানি হলে তাৎক্ষনিকভাবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলে নেতৃবৃন্দ ঐ পত্রিকাকে দালাল আখ্যায়িত করে বিভিন্ন শ্লোগান দেন। এ ব্যাপারে উমেদ জানান, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বীত হয়ে একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি জানান, বিগত ফ্যাসিষ্ট আওয়ামিলীগ ক্ষমতায় থাকাকালিন আমার উপর কি নির্যাতন হয়েছে তা সিলেটবাসী দেখেছেন। মিথ্যা মামলায় কয়েকবার জেল খেটেছি।  উমেদ জানান, একটি চক্র আমার উপর মিথ্যা অভিযোগ তুলার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।  তিনি অনলাইন পত্রিকার সম্পাদকের প্রতি আহবান জানিয়েে বলেন, আপনারা যাচাই বাচাই না করে সংবাদ প্রকাশ করে সত্যকে মিথ্যা দিয়ে চেপে রাখার চেষ্টা করছেন।  তিনি পত্রিকার সম্পাদকের প্রতি অনুরোধ জানিয় বলেন, আপনারা সংবাদ প্রকাশে আরো যত্নশীল হউন।   প্রেস বিজ্ঞপ্তি