• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটে ছাত্রলীগ নেতাসহ দুজনকে কুপিয়েছে দুর্বৃত্তরা

admin
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৪
সিলেটে ছাত্রলীগ নেতাসহ দুজনকে কুপিয়েছে দুর্বৃত্তরা

সিলেটে এক ছাত্রলীগ নেতা ও তার সঙ্গে থাকা যুবককে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মহানগরের মেন্দিবাগে এ ঘটনা ঘটে। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকায় প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আহত দুজন হলেন- দক্ষিণ সুরমার কদমতলি এলাকার আব্দুল বাসিত সেলিমের ছেলে ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সভাপতি মো. হাসান মাহমুদ (২৫) ও মেন্দিবাগ এলাকার বাসিন্দা মো. মাজহার (২৬)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম  জানান- সন্ধ্যা ৭টার দিকে এ দুজন সেখানে দাঁড়িয়েছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। তবে কাউকে আটক করা যায়নি।

 

এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।