• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ইউটিউবার মামুনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার ২৪ ঘন্টার আল্টিমেটাম

admin
প্রকাশিত নভেম্বর ২, ২০২৪
ইউটিউবার মামুনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার ২৪ ঘন্টার আল্টিমেটাম

আধুনিক টিভি নামের কথিত ইউটিউবার মামুনুর রশীদ মামুন উরফে মামুন চৌধুরীকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে তার ইউটিউব থেকে ভিডিও সরানোর জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেেন সিলেট সামাজিক ছাত্র আন্দোলন কমিটির সভাপতি হিলাল উদ্দিন শিপু।

এক বিজ্ঞপ্তিতে তিনি মামুনকে লাইভ থেকে ভিডিও সরানো ও সিলেটের নারী সমাজের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে ২৪ ঘন্টার আল্টিমেটামের ঘোষনা দেন। তিনি বিজ্ঞপ্তিতে বলেন, “সিলেটী এই মেয়ে বেহায়া” শিরোনামে কতিত ইউটিউবার মামুনের ফেইসবুক পেইজে করা লাইভটি সিলেটসহ বিশ্বে আমাদের নারী সমাজকে ছোট ও হেয় করে উপস্থাপন করা হয়েছে। এবং লাইভে মোবাইল কেমেরাম্যান দ্বারা মেয়েটিকে হাত ধরে টানা হেচড়া করা, মামুন ও তার বাহিনী দ্বারা মেয়েটির বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার যে ভিডিওটি দেশ ও দেশের বাইরে ছড়িয়ে পড়েছে, আমি “সিলেট সামাজিক ছাত্র আন্দোলন” এর সভাপতি হিসেবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তাঁর সেই ভিডিও সরিয়ে সিলেটসহ বিশ্বের কাছে লাইভের মাধ্যমে অচিরেই মাফ না চাইলে তার বিরুদ্ধে সিলেটের বৃহত্তর অরাজনৈতিক সংগঠন “সিলেট সামাজিক ছাত্র আন্দোলন “সহ নারী সমাজ ও ছাত্র জনতা এর জবাব দিবে।  প্রেস বিজ্ঞপ্তি।