আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ২ (দিরাই শাল্লা) আসন থেকে জমিয়তের প্রার্থী হিসাবে সাবেক ছাত্রনেতা মাওলানা আকবর আলীকে দেখতে চায় ছাত্র জমিয়ত ও জমিয়তের নেতাকর্মীরা। শনিবার (২৩নভেম্বর) সিলেটের রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত গণ সমাবেশে মাওলানা আকবর আলীকে প্রার্থী চাওয়ার বিষয়টি পরিলক্ষিত হয়। এদিকে মিরাবাজার থেকে রেজিস্ট্রারি মাঠ পর্যন্ত বিশাল মিছিল জমিয়ত নেতা মুফতি মুতিউর রহমান চৌধুরীর নেতৃত্বে বের হয়। এসময় ব্যানার-ফেস্টুনে মাওলানা আকবর আলীকে সুনামগঞ্জ-২ আসনের প্রার্থী হিসাবে দেখতে চাই স্লোগান করতে দেখা যায়। মিছিলে উপস্থিত ছিলেন, মুফতি নুর উদ্দিন, মাওলানা বদরুদ্দীন, মাওলানা ইউনুস আহমদ, মাওলানা রায়হান আহমদ, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা আব্দুল্লাহ ইমরান, হাফেজ ফররুখ আহমদ, মাওলানা মহসিন আহমদ মাস্টার মুজাক্কির। মাওলানা আকবর আলী হলেন দিরাই থানার ঐতিহ্যবাহী জগদল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরবারের সন্তান তাঁর পিতার নাম আলজাজ্জ্ব মুহাম্মদ আব্দুল করিম ও মাতা: মুছাম্মৎ জমিলা খাতুন। পাচ ভাই ও তিন বোনের মধ্যে তিনি সর্ব কনিষ্ট।শিক্ষাজীবনে মাওলানা আকবর আলী প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা নিজ গ্রামের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামেয়া আরাবিয়া ইসলামিয়া জগদল থেকে আর উচ্চ মাধ্যমিক শিক্ষা দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা সুনামগঞ্জ থেকে এবং মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস টাইটেল জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদ্রাসা সিলেট থেকে সম্পন্ন করেন। মাওলানা আকবর আলী লেখা পড়ার পাশাপাশি ১৯৯২ সালে ছাত্র জমিয়ত দিরাই থানা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্র জমিয়ত সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ন সম্পাদক ছিলেন। ১৯৯৭ সালে আল করিম ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্টা করেন। মাওলানা আকবর আলী লেখা পড়া সমাপ্তির পর ২০০০ সালে সৌদি আরবে গমন করে কর্মজীবন শুরু করেন। সৌদি আরবের রিয়াদস্ত বাংলাদেশ দুতাবাসে কন্সুল্যার সেক্সনে আরবী ইন্টার পিটার হিসাবে চাকুরী নেন। চাকুরীর পাশাপাশি রিয়াদস্ত মানফুহা এলাকায় আল ইহসান ইসলামি যুব সংঘ প্রতিষ্টা করেন। ২০০২ সালে সৌদীআরবে জমিয়তে উলামায়ে ইসলাম এবং ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় কোমিটি গঠন করেন। এবং দীর্ঘদিন জমিয়তে উলামায়ে ইসলাম এবং ইসলামী ঐক্যজোট রিয়াদের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৪ সালের শেষের দিকে পবিত্র হজ্জ্ব ব্রত পালন করে নিজ দেশে প্রত্যা বর্তন করেন। তখনকার নিজ দেশের চলমান সংকটের প্রতিবাদে ২০০৬ সালে সিলেটে অবস্থানরত দিরাই-শাল্লার অধিবাসীদের নিয়ে "আমরা দিরাই শাল্লাবাসী" নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্টা করেন। মাওলানা আকবর আলী ২০০৭ সালে অনুষ্টিতব্য ২২শে জানুয়ারীর ৯ম জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ২ দিরাই শাল্লা আসন থেকে নির্বাচনে অংশ গ্রহণ করেন। ২০১০ সালে মাসিক আদর্শ নগরী নামে সিলেট থেকে একটি মাসিক পত্রিকা প্রকাশ করেন। ২০১২ সালে দৈনক ডাকবাংলা সিলেট নামে একটি দৈনিক পত্রিকা নিজ সম্পাদনায় প্রকাশ করেন। ২০০৭ সালে বৃটেনে পারি জমান। সেখানে নিজ সংগঠনের কাজের পাশাপাশি দৈনিক জনপদ নামক পত্রিকার সম্পাদনাসহ বৃটেনের ম্যাঞ্চেষ্টারস্ত মারকাযে আল ফালাহ এবং মারকাজে দারুল ইহসান নামক এই দ্বীনি প্রতিষ্টনদ্বয়ে অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতার দায়িত্ব আঞ্জাম দেন। জমিয়তে উলামায়ে ইসলা ইউরোপ সহ আরও সামাজিক আরো বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। প্রেস বিজ্ঞপ্তি