• ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই রজব, ১৪৪৬ হিজরি

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘জলবায়ু ও যুব নেতৃত্ব’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

admin
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২৪
মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘জলবায়ু ও যুব নেতৃত্ব’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘বিল্ডিং এজেন্সি অব ইয়ুথ ইন ক্লাইমেট অ্যাকশন’ প্রকল্পের আওতায় ‘জলবায়ু ও যুব নেতৃত্ব’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে মেট্রোপলিটন ইউনিভার্সিটির জিওগ্রাফি অ্যান্ড অ্যাস্ট্রোনমিকাল সোসাইটি (মুগাস) এবং ব্রিটিশ কাউন্সিল (British Council) ও এফআইভিডিবি (FIVDB)-এর যৌথ উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালাটি যুব সমাজকে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও এর বিরুদ্ধে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার উদ্দেশ্যে আয়োজন করা হয়।

প্রমি দেবের সঞ্চালনায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রক্টর শেখ আশরাফুর রহমান ফিতা কেটে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন আমাদের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তরুণ প্রজন্মের এই উদ্যোগগুলো আমাদের ভবিষ্যতের জন্য আশার আলো।’

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মানিত শিক্ষক মুহম্মদ শাদমান সাকিব। এছাড়া উপস্থিত ছিলেন বিল্ডিং এজেন্সি অব ইয়ুথ ইন ক্লাইমেট অ্যাকশন প্রকল্পের ক্যাম্পেইন লিড আদেল মাহমুদ জাদ্দারী এবং ইয়ুথ ফ্যাসিলিটেটর মো. মাছুম ও অনন্ত সরকার শুভ।

মেট্রোপলিটন ইউনিভার্সিটি জিওগ্রাফি অ্যান্ড অ্যাস্ট্রোনমিকাল সোসাইটি (মুগাস)-এর সাধারণ সম্পাদক প্রিতম পাল শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘জলবায়ু পরিবর্তন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলছে। এই কর্মশালা শুধু সচেতনতা বৃদ্ধির জন্য নয়, বরং আমাদের তরুণ প্রজন্মকে জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা পালন করতে প্রস্তুত করবে।’

কর্মশালায় অংশগ্রহণ করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের ৩০ জন শিক্ষার্থী। তারা দুটি দলে বিভক্ত হয়ে পরিবেশ সুরক্ষার জন্য দুটি টেকসই প্রকল্প পরিকল্পনা করেন। এই প্রকল্পগুলো আগামী ছয় মাসের মধ্যে বাস্তবায়ন করা হবে।

কর্মশালার অংশ হিসেবে ‘ইন-হাউজ গেমিং সেগমেন্ট’ আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সমাধানমূলক চিন্তাভাবনা বাড়াতে সহায়তা করে। দিনব্যাপী এসব কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্ব গুণ এবং দলগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কর্মশালার মূল সেশনে প্রধান বক্তা জলবায়ু পরিবর্তনের বর্তমান প্রভাব, এর সম্ভাব্য প্রতিরোধ ব্যবস্থা এবং তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, ‘পরিবেশ রক্ষায় প্রতিটি ছোট পদক্ষেপই একটি বড় পরিবর্তনের সূচনা করতে পারে। আপনারাই সেই পরিবর্তনের পথিক।”

কর্মশালায় মেট্রোপলিটন ইউনিভার্সিটি জিওগ্রাফি অ্যান্ড অ্যাস্ট্রোনমিকাল সোসাইটি (মুগাস)-এর ভাইস প্রেসিডেন্ট আবিদা তাসনিম মারিয়া সমাপনী বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে আমাদের পৃথিবীকে রক্ষা করতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণ কর্মশালা আমাদের শিক্ষার্থীদের সেই দিকেই অগ্রসর হতে সহায়তা করবে।”

মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান তানভীর এম. ও. রহমান চৌধুরী মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আগ্রহ এবং তাদের প্রণীত প্রকল্পগুলোর প্রশংসা করে বলেন, ‘আজকের এই তরুণ শিক্ষার্থীরাই আমাদের নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি। তাদের এই উদ্ভাবনী পরিকল্পনাগুলো আমাদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করবে।”

আয়োজকরা জানান, এই প্রশিক্ষণ কর্মশালা ছিল ছয় মাসব্যাপী প্রকল্পের একটি প্রাথমিক পদক্ষেপ। পরিকল্পিত প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করবে। এই প্রকল্পের সাফল্য মেট্রোপলিটন ইউনিভার্সিটিকে একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করবে এবং ভবিষ্যতে আরও টেকসই উন্নয়নের জন্য অনুপ্রাণিত করবে। এটি শুধু একটি কর্মশালা নয়, বরং তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষায় নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করার একটি মাইলফলক।