স্বাধীনতার নতুন সূর্যোদয়ে অকাতরে জীবন বিলানো সেই সব সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। “দৈনিক শ্যামল প্রান্তের” সকল পাঠক সুভনুধ্যায়ি, বিজ্ঞাপন দাতা, সকল সংবাদ কর্মী তথা সকল দেশবাসীর প্রতি নতুন ইংরেজি ২০২৫ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শ্যামল প্রান্তের প্রকাশক দিলুয়ার হোসেন দিলু। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ।সকল অনিয়ম আর বৈষম্যের বেড়াজাল ছিন্ন করে সবার জীবন হোক সুখী অনাবিল আনন্দময়। প্রেস-বিজ্ঞপ্তি।