রিপোর্টার নোমান চৌধুরীঃঃ মদ ভর্তি সিএনজি অটোরিকশা সহ চালক আটক।চেকপোস্ট তল্লাশি অভিযান চলাকালে বুধবার এয়ারপোর্ট থানার বড়শলা বাইপাস সড়কে ৪৮ বোতল বিদেশি মদ সহ এক সিএনজি অটোরিকশা ও চালক মো: সাগর আহমদ (৩০) কে আটক করে পুলিশ। আটক সিলেট থ- ১২-০২৩৮ নম্বরের সিএনজি অটোরিকশা ও চালকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।