• ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই রজব, ১৪৪৬ হিজরি

ট্রাক ভর্তি চিনিসহ চালক আটক।

admin
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৫
ট্রাক ভর্তি চিনিসহ চালক আটক।

রিপোর্টার নোমান চৌধুরীঃঃ সিলেট শাহপরান (র) থানা পুলিশ তদন্ত কন্দ্রের এই আই সোহেল চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্স সহ অভিযানে ২৪৫ বস্তা চিনি সহ ঢাকা মেট্র-ট ২৪- ৬৪৮ নম্বরের একটি ড্রাম ট্রাক ও চালক আব্দুল আমিন কালা(৪০) কে আটক করে পুলিশ। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মুড়াদ পূর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় ধৃত ট্রাক চালকের বিরুদ্ধে এস আই সোহেল চন্দ্র সরকার বাদী হয়ে শাহপরান (র) থানায় একটি এফ আইআর নং-৫ দায়ের করেন।