• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিজ্ঞান মেলার উদ্ভোধন করলেন উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম

admin
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২৪
বিজ্ঞান মেলার উদ্ভোধন করলেন উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে সমৃদ্ধি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ২দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহি ভূইয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: খালেদ সাইফুল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার অরূপ রায়, দৈনিক মানব জমিন প্রতিনিধি শংকর রায়, বাংলা টিভির প্রতিনিধি গোবিন্দ দেব, দৈনিক শুভ প্রতিদিন প্রতিনিধি মো: হুমায়ুন কবিরসহ সরকারী কর্মকর্তা, কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রীগণ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ মেলায় অংশ গ্রহনকারী বিভিন্ন স্টল ঘুরে দেখেন।