• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ

admin
প্রকাশিত জুলাই ২, ২০২৪
ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হবিগঞ্জ(চুনারুঘাট-মাধবপুর) ৪ আসনের এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার পরিকল্পনা ও হুমকির প্রতিবাদে চুনারুঘাটে মাথায় কাফনের কাপড় বেঁধে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় চুনারুঘাট পৌরসভার গোল চত্বরের মধ্য বাজারে বিভিন্ন ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাদির সরকারের সভাপতিত্বে ও ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির চেয়ারম্যান সোহাগ রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল কাইয়ূম তরফদার, ইউনিয়ন চেয়ারম্যান মুহিতুর রহমান রুমন ফরাজি, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন, ব্যবসায়ী কল্যান সমিতির সিনিয়র সহ-সভাপতি ছিদ্দিকুর রহমান মাসুদ, সাধারন সম্পাদক এডভোকেট নাজমুল হোসেন বকুল, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মাজেদুল হোসেন লুবন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সোহেল আরমানসহ যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, এমপি ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতাকে দ্রুত খোঁজে বের করে আইনের আওতায় আনতে হবে এবং যদি হুমকিদাতাকে খোঁজে বের করতে বিলম্ব করা হয় তাহলে আমাদের আন্দোলন আরও বৃহত্তর আন্দোলনে গড়াবে।