ডেস্ক :: সিলেট মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন উমেদুর রহমান উমেদ । তিনি মহানগর যুবদলের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পাওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সুমন আহমদ খান সুজা। এছাড়াও উমেদুর রহমান উমেদ কেন্দ্রীয় যুবদল এবং সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তার উপর অর্পিত দায়িত্ব সততার সহিত যথাযথভাবে পালনে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন। এদিকে বুধবার সিলেট মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই কমিটি অনুমোদন দেন। পূর্ণাঙ্গ কমিটিতে শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেককে সভাপতি, মির্জা মোহাম্মদ সম্রাট হোসেনকে সাধারণ সম্পাদক ও মো. উমেদুর রহমান উমেদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।