• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জের যুবলীগ নেতাকে ধরলো পুলিশ

admin
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৪
সুনামগঞ্জের যুবলীগ নেতাকে ধরলো পুলিশ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম (৩৪) কে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

সোমবার (২১ অক্টোবর) রাত ৮ টার দিকে উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজার থেকে তাঁকে গ্রেফতার করা হয়। শহীদুল বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের বহেরাতলী গ্রামের শুক্কুর আলীর ছেলে।

 

 

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় একটি মামলা হয়। জেলার দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ নামের এক ব্যক্তি দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন। এই মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে ও আরও অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামী করা হয়। বাদীর ভাই শিক্ষার্থী জহুর আহমদ হামলার ঘটনায় আহত হয়েছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ মামলায় শহীদুলকে গ্রেফতার করা হয়েছে।