• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

র‍্যাবের জালে মোগলাবাজার ইউপি চেয়ারম্যান

admin
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৪
র‍্যাবের জালে মোগলাবাজার ইউপি চেয়ারম্যান

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ফখরুল ইসলাম সায়েস্তাকে (৫০) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। বাহিনীটির একটি টিম সোমবার (২৮ অক্টোবর) দুপুরে ইউপি কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে।

 

বিষয়টি  নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল।

সায়েস্তা মোগলাবাজার ইউনিয়নের নৈখাই (কুতুবপুর) গ্রামের ইসহাক আলীর ছেলে। তিনি সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

র‍্যাব জানায়, সায়েস্তার বিরুদ্ধে সিলেটের দক্ষিণ সুরমা থানায় নাশকতা মামলা (এফআইআর নং-০৫/১৩৮, ২৩ আগস্ট- ২০২৪, ধারা: ১৪৩ /১৪৭ /১৪৯ /৩২৪/ ৩২৬/৩০৭/৩০২/৩৪) রয়েছে। ছাত্র-আন্দোলনের সময় জনতার উপর হামলার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

২০২১ সালের ২৮ নভেম্বর সিলেট জেলার ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে মোগলাবাজারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফখরুল ইসলাম সাইস্তা নৌকার প্রার্থী ছদরুল ইসলামকে হারিয়ে বিজয়ী হন।