• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটে সাড়ে ৩ লাখ টাকার চোরাই চিনি জব্দ

admin
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৪
সিলেটে সাড়ে ৩ লাখ টাকার চোরাই চিনি জব্দ

সিলেটে সাড়ে ৩ লাখ টাকার ৬০ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়েছে। জব্দ করা হয়েছে চিনি বহনকারী একটি ডিআই ট্রাক।

 

সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে

সিলেটের শাহপরাণ থানাধীন মুরাদপুর বাইপাস সংলগ্ন একটি সড়ক থেকে গাড়িসহ চিনিগুলো জব্দ করে থানাপুলিশ।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- ৬০ বস্তায় ৩ হাজার কেজি চিনি ছিলো। যার বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। তবে অভিযানকালে কাউকে আটক করা যায়নি।