• ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে ছুরিকাঘাতে যুবক খুন

admin
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৪
বিশ্বনাথে ছুরিকাঘাতে যুবক খুন

শ্যামল প্রান্ত ডেস্ক :: মুরগির বাচ্চা প্রতিবেশীর বাড়ির পরিবেশ নষ্ট করছে, এমন অভিযোগের জেরে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার আমতৈল সাদীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম দিলোয়ার হোসেন (৩৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, আমতৈল সাদীপাড়া গ্রামের বাসিন্দা দিলোয়ার হোসেন ও শামসুন নাহারের বাড়ি পাশাপাশি। শামসুন নাহারের পালন করা দুটি মুরগির বাচ্চা প্রতিবেশী দিলোয়ারের বাড়িতে যায়। এতে ওই বাড়ির পরিবেশ নষ্ট হয় বলে দিলোয়ারের পরিবারের অভিযোগ। এ নিয়ে আগেও তাদের বাগ্‌বিতণ্ডা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শামসুন নাহার মুরগির বাচ্চাগুলো খুঁজে না পেয়ে অভিযোগ করেন, দিলোয়ারের পরিবারের সদস্যরা বাচ্চাগুলো চুরি করেছেন। এ নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে শামসুন নাহার ও তার পরিবারের সদস্যরা দিলোয়ারের পরিবারের সদস্যদের ওপর হামলা করেন। এ সময় ছুরিকাহত হন দিলোয়ার। পরে রাত পৌনে ১১টার দিকে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দিলোয়ারকে মৃত ঘোষণা করেন। বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী বলেন, মুরগির বাচ্চা রিবেশ নষ্ট করছে, এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধে ছুরিকাঘাতের ঘটনায় দিলোয়ারের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত ব্যক্তি বড় ভাই থানায় অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।